গত কয়েক বছরে আমাদের অর্জন ও অগ্রযাত্রা
১০টি মাদ্রাসা নিয়ে আমাদের যাত্রা শুরু
১০টি প্রতিষ্ঠান
জেলায় শাখা
সদস্য মাদ্রাসা
প্রশিক্ষিত শিক্ষক
কর্মসূচি
وَقُلِ اعْمَلُوا فَسَيَرَى اللَّهُ عَمَلَكُمْ وَرَسُولُهُ وَالْمُؤْمِنُونَ
``বলুন, তোমরা কাজ কর, আল্লাহ তোমাদের কাজ দেখবেন, আর তাঁর রাসূল এবং মুমিনগণও`` (সূরা তাওবা: 105)
আগামী ৫ বছরের জন্য আমাদের কৌশলগত পরিকল্পনা
২০২৬ সালের মধ্যে স্বাধীন মাদ্রাসা শিক্ষা বোর্ড গঠন
১০০% মাদ্রাসায় ডিজিটাল শিক্ষা ব্যবস্থা চালু
২০টি দেশের সাথে শিক্ষা বিনিময় প্রোগ্রাম
আমাদের নেটওয়ার্কভুক্ত মাদ্রাসায় শিক্ষার্থী সংখ্যা
প্রতিটি জেলায় ১টি করে আদর্শ মাদ্রাসা
আমাদের কর্মসূচি কীভাবে মানুষের জীবন বদলে দিচ্ছে
``BPMWA-র প্রশিক্ষণে অংশ নিয়ে আমি এখন আরবি ভাষা শেখানোর আধুনিক পদ্ধতি জানি। আমার মাদ্রাসার শিক্ষার্থীদের ফলাফল ৪০% বৃদ্ধি পেয়েছে।``
আরবি শিক্ষক, ঢাকা
শিক্ষার্থীদের ফলাফল ৪০% বৃদ্ধি
``আমার ছেলে হিফজ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে পুরস্কার পেয়েছে। BPMWA-র বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি এর পেছনে বড় ভূমিকা রেখেছে।``
অভিভাবক, চট্টগ্রাম
জাতীয় হিফজ প্রতিযোগিতায় বিজয়ী
``দরিদ্র পরিবার থেকে আসা সত্ত্বেও BPMWA-র বৃত্তির মাধ্যমে আমি আমার পড়ালেখা চালিয়ে যেতে পারছি। আজ আমি মাদ্রাসার সেরা শিক্ষার্থী।``
শিক্ষার্থী, রাজশাহী
বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থী
সন্তুষ্ট শিক্ষক
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী
ফলাফল বৃদ্ধি
জেলায় কার্যক্রম
وَمَا تَوْفِيقِي إِلَّا بِاللَّهِ عَلَيْهِ تَوَكَّلْتُ وَإِلَيْهِ أُنِيبُ
``আমার সাফল্য তো কেবল আল্লাহর সাহায্যেই সম্ভব, তাঁরই উপর আমি ভরসা করি এবং তাঁরই দিকে আমি ফিরে যাই`` (সূরা হুদ: 88)